মানুষের আদালতে
- মোঃ নাসির উদ্দীন
খোদার ঘরে নালিশ আমার, পৌঁছালো না আর,
রুদ্ধ দুয়ার, ফিরতে হলো — কাঁপে বারে বার।
বলতে চেয়েছিলাম যত গোপন ব্যথা,
আসমানে আজ উড়লো না তো সে নীরব কথা।
পাপ-পুণ্যের হিসাব-নিকাশ, মানুষে এখন করে,
তর্জনী ওঠে, হিসেব কষে, আপন বিচার-ভরে।
আলো-আঁধারের ফারাক খোঁজে, এই ধূলির ধরায়,
স্বর্গ-নরক গড়া হলো, মানুষেরই ইশারায়।
দণ্ড হাতে বিচারক সেজে, হাসে কিছু জন,
তাদের চোখে পাপের কালি, তাদের চোখে ক্ষণ।
যাঁর কাছে সব সমর্পণ, সব ছিল বিশ্বাস,
তাঁর নামেই কাঁদে হৃদয়, বন্ধ নিঃশ্বাস।
হিসেব কষা সহজ হলো, মানদণ্ড হাতে,
কে বা ভালো, কে বা মন্দ— চলে দিনে রাতে।
অন্ধ চোখে, বিচার চলে, না জেনে মরম,
মানুষই আজ শৃঙ্খলে বাঁধে, জীবন-মরণ।
তবুও জানি, ওগো খোদা, নীরব তুমি নও,
তোমার বিচার লুকিয়ে আছে, সেটাই শুধু কও।
মিথ্যা-সত্যের ভেদ একদিন, হবেই তো প্রকাশ,
মানুষের এই আদালত, পাবে না তো ত্রাস।
১৬-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।