অমানুষের ছায়া
- মোঃ নাসির উদ্দীন

আমারে দোষ দাও? সে সাহস তোমার নাই,
কারণ, তুমি তো দিনে দিনে অমানুষ হয়েছিলে ভাই।
ছিল না কোনো যোগ্যতা, তবু কাছে টেনেছি,
কারণ একটাই—তুমি এতিম, তোমায় ভালোবেসেছি।

সে দুর্বলতার দোহাই দিয়ে শুরু তোমার খেলা,
ভাই সেজে ভাই-এর সাথে করা মিথ্যের ভেলা।
আজ তুমি চেয়েছিলে আমায় হারাতে,
কিন্তু, তুমিই তো হেরে গেলে নিজের আঘাতে।

সম্পর্কের সেই বাঁধন, যা ছিল এক সুতোয় বাঁধা,
তোমায় ভালোবেসে আমিই তো পেলাম শুধু ধাঁধা।
নিঃস্ব করে দিয়ে গেলে ভালোবাসার প্রতিদান,
এই বুকে তাই আজ শুধু বিরহেরই গান।

যে শূন্যতা দিয়েছিলে, তাকেই সম্বল করে,
এ জীবন চলে যাবে—তোমার স্মৃতিকে দূরে সরে।
তুমি হারাতে চেয়েছিলে, জেনে সরল রেখা,
সত্যের আলোয় তুমি আজ নিজেই ছিলে ফাঁকা!


১৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।