ভূতে কিলায় তারে
- মোঃ নাসির উদ্দীন
ভোরবেলা ওঠে সে, হাসি ঝলমল মুখ,
মনভরা ফুর্তি তার, নেই কোনো দুখ।
রোদ ঝিলমিল করে, পাখিরাও গায়,
এমন সুখের দিনে কেন মন কাঁপে হায়?
সব কাজ গুছানো, শান্তি আছে ঘরে,
আশঙ্কা কীসের তবে, কেন মন মরে?
সহজে কাটছে দিন, যেন কোনো স্বপ্ন,
জানতে পারোনি তুমি, এ কেমন দর্প।
হঠাৎ কী হলো তার, বিনা মেঘে বজ্র!
ছোটো ভুলে বড়ো গোল, সব হলো নশ্বর।
অকারণ রাগ বাড়ে, মেজাজ তিরিক্ষি,
সুখটান ছিন্ন হলো, এ কেমন ফিক্সি!
কেউ বলে, "নজর লেগেছে গো কারো,"
কেউ বলে, "একি হলো, ভাগ্য কী হারো?"
আসলে সে চুপিসারে, বাঁকা হাসি হাসে,
ভূতে কিলায় তারে, যখন সে সুখে ভাসে!
সুখ পেলে মন যেন না হয় বেহুঁশ,
অতি আনন্দে আসে অশান্তির ফুস।
তাই বুঝি প্রকৃতিও মাঝে মাঝে চায়,
দু-চারটে গুঁতো দিয়ে ভুল ভেঙে যায়।
অল্পেতে খুশি থাকো, করো নাকো বড়াই,
সুখ পেয়ে ভেসে গেলে মুশকিল তো ভাই!
মাটির ধরায় থেকো, হও না রে সজাগ,
না হলে ভূতের হাতে পাবে বড় দাগ।
১৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।