গুরুজনের গ্লানি
- মোঃ নাসির উদ্দীন
আজ সমাজের চোখে দেখি বিষাদের কালো ছায়া,
শিক্ষাগুরুরা যেন হারিয়েছে পূণ্যের কায়া।
জ্ঞান বিতরণের মহান ব্রত আজ হয়েছে ক্ষীণ,
দায়িত্বের কাঁধে চেপেছে কেবল লোভের কঠিন ঋণ।
ক্লাসরুমে বাজে ফাঁকি, সময় কাটে অলসতা,
সুযোগ পেলেই চলে অনিয়মের নীরব কথা।
পরীক্ষার খাতায়, কিংবা সরকারি বরাদ্দে—
চুরির হাতটি বাড়ে, মান-সম্মান যায় রদ্দে।
তাদেরই শেখানো নীতি, আদর্শের যত বুলি,
আজকে তাদেরই হাতে লাঞ্ছিত হয় সে তুলি।
যে জাতি গড়বে তারা, সে জাতির সর্বনাশ,
শিক্ষকের নামে আজ তাই কেবলই দীর্ঘশ্বাস।
অভিশাপে জর্জরিত, মান-মর্যাদা বিলীন,
শ্রদ্ধা জানাতে মন আজ বড়ই সঙ্কীর্ণ।
একদা যে পদ ছিল সবচেয়ে উঁচু আসনে,
আজ তা ধূলিসাৎ, জনগণের ঘৃণার ভাষণে।
কিন্তু এখনো আছেন কিছু প্রদীপ্ত নক্ষত্র যারা,
নিঃস্বার্থভাবে জ্বেলে যান জ্ঞানের মশালধারা।
তাদের আলোয় টিকে আছে এ পেশার ক্ষীণ প্রাণ,
নইলে সমাজ দিত কবে এর শেষ বলিদান!
১৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৭-১২-২০২৫ ১৬:৫৮ মিঃ
"যে জাতি গড়বে তারা, সে জাতির সর্বনাশ,
শিক্ষকের নামে আজ তাই কেবলই দীর্ঘশ্বাস।"
ঠিকই বলেছেন।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।