বিদ্রোহের মন্ত্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিদ্রোহের মন্ত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************************

হে মাঝি—জাগো!জাগো!জাগো!
আমি ডাকছি ঝঞ্ঝার কণ্ঠে,
আমি ডাকছি বজ্রের ছন্দে—
ঘুম ভাঙাও! ঘুম ভাঙাও!!
এই ঘুমই আজ শত্রুর সবচেয়ে বড় সহচর।

ওহে শুনো,আমি বলি—
আমি আগুন, আমি তুফান,
আমি ভাঙন, আমি বিস্ফোরণ,
আমি শৃঙ্খল-ছেঁড়া মানুষের
উল্লম্ফন!

ওহে দেখো ওহে দেখো
কালো শক্তিরা আজ ফণা তুলেছে,
দাঁতে দাঁতে বিষ, চোখে চোখে হিংসা,
ওরা স্বাধীন পতাকার রঙ চুষে খায়,
আর ইতিহাসের বুক চিরে বানায় মিথ্যার সাম্রাজ্য।

হে মাঝি—জাগো!জাগো!জাগো!
এই মাস্তুলে যে পতাকা,
সে শুধু কাপড় নয়—সে শপথ,
সে অস্থি, সে অগ্নি,
সে লক্ষ শহীদের রক্তে লেখা বজ্রাক্ষর সত্য।

আমি বলি—
ধিক! ধিক!! ধিক!!!
যারা মুখে মধু, বুকে ছুরি,
যারা ধর্মের নাম ভাঙিয়ে
মানুষকে খণ্ড খণ্ড করে বিক্রি করে—
ওরা মানুষ নয়, ওরা অমানুষের মিছিল।

ওহে শুনো,স্বাধীনতা আজ বন্দি?
হা! বন্দি?
স্বাধীনতা বন্দি হয় না—
স্বাধীনতা হয় শিকল ভাঙার চিৎকার,
স্বাধীনতা হয় ফেটে পড়া আগ্নেয়গিরি,
স্বাধীনতা হয় “না”—একটি মাত্র অক্ষরে
সাম্রাজ্যের মৃত্যু।

হে মাঝি—জাগো!জাগো!জাগো!
একাত্তর কোনো স্মৃতি নয়,
একাত্তর এক অনিবার্য বিদ্রোহ,
যা যখনই শত্রু ফিরে আসে
তখনই জ্বলে ওঠে দাবানলের মতো—নির্বংশ।

আমি ঘোষণা করি—
উগ্রতা স্বাধীনতার সন্তান নয়,
সাম্প্রদায়িকতা মানুষের ধর্ম নয়,
এরা শ্মশানের চিতা,
এরা সভ্যতার কফিনে পেরেক।

আমি চাই—
দেশ প্রেম হোক তলোয়ার,
ছন্দ হোক কামান,
পংক্তি হোক আগুনের গোলা—
যাতে কালো শক্তির দুর্গ
ছাই হয়ে উড়ে যায় বাতাসে।

হে মাঝি—জাগো!জাগো!জাগো!
হাল ধরো বিদ্রোহী হাতে,
ভয় পেলে চলবে না,
কারণ যে জাতি ভয়কে জয় করে,
তার পতাকা কখনো নত হয় না।

আমি বিদ্রোহী—
আমি চূর্ণ করি অশুভের সিংহাসন,
আমি ভাঙি মিথ্যার মন্দির,
আমি গড়ি মানুষের দেশ—
যেখানে লাল-সবুজ মানে
শুধু রং নয়,
মানুষের মুক্ত শ্বাস।

হে মাঝি—জাগো! জাগো!! জাগো!!!
এই পথ হারাবার নয়—
কারণ এই পথই আগুন,
এই পথই বিদ্রোহ,
এই পথই স্বাধীনতার
চিরজাগ্রত বজ্রনিনাদ।
--------------------------------------------------


২২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।