কালো শক্তির উত্থান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কালো শক্তির উত্থান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
আমি বজ্রের আহ্বান,
আমি রণডঙ্কার হাঁক,
হে যাত্রীরা—জাগো!
আমি নিদ্রাহীন আগুন, আমি জাগ্রত ফাঁক!
আমি দেখেছি—
স্বাধীন সমুদ্র ঘিরে কালো গ্রাস,
নিশাচরের থাবা, শকুনের উল্লাস!
মাস্তুলে আঁচড়, পতাকা রক্তাক্ত,
অন্ধকার হেসে বলে—আজ আমারই রাত!
আমি বলি—না!
আমি বিদ্রোহী, আমি অমান্য, আমি অগ্নিশিখা,
আমি একাত্তরের বজ্রবাহু, অপ্রতিরোধ্য ধাক্কা!
হে যাত্রীরা—শোনো!
নিশিথ রাত্রি ভাঙো!
আমি সূর্য-চেরা শপথ, আমি অন্ধকারের ঘাড় মটকো!
চারদিকে মুনাফিক—
মুখে কোরাস, অন্তরে কূপ,
বিশ্বাসের মুখোশে তারা ঘাতকেরূপ!
স্বাধীনতার বুকে তারা বিষ ঢালে,
মীরজাফরি রক্তে তারা ইতিহাস জ্বালে!
আমি চিনি তাদের!
আমি নামহীন শত্রুর মুখোশ ছিঁড়ি,
আমি সত্যের কুঠার, মিথ্যার শিরচ্ছেদকারী!
হে যাত্রীরা—জাগো!
ঘাতকেরা ঢুকেছে সংগ্রামী কাফেলায়,
শপথের কপাল, পিঠে বিশ্বাসঘাতকতার ছায়া!
আমি ঘোষণা করি—
উগ্রবাদ স্বাধীনতার নয়,
সাম্প্রদায়িকতা আমাদের পথে নিষিদ্ধ ও ক্ষয়!
এই পথ মানবতার,
এই পথ ন্যায়ের,
এই পথ শহীদের রক্তে লেখা বজ্রাক্ষরের ব্যায়!
আমি আগুন,
আমি অশান্ত,
আমি কালো শক্তির ধ্বংস.
আমি প্রশ্ন, আমি প্রতিরোধ!
আমি শৃঙ্খল ভাঙি,
আমি কালো শক্তির বুকে লিখি—বিদ্রোহের কোড!
হে যাত্রীরা—শোনো আমার শপথ!
এই পথ হারাবার নহে—নহে—নহে!
আমি যতক্ষণ নিঃশ্বাস,
স্বাধীনতা ততক্ষণ অদম্য স্রোতে বহে!
আমি বজ্র, আমি বারুদ, আমি যুদ্ধের গান,
আমি বিদ্রোহী—
আমি মাথা নত করি না কোনো কালো শক্তির সামনে!
-----------------------------------------------------
২২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।