মিছে সেজদা
- মোঃ নাসির উদ্দীন

মানুষের বুকে বিষ ঢেলে দিয়ে,
চোখে নোনা জল ঝরাও,
সারাটা দিন তো জুলুম চালিয়ে
রাতে জায়নামাজে দাঁড়াও?
রক্তে মাখানো হাতের তালুটা
আসমানে তুলে ধরো,
অন্যের ঘর নরক বানিয়ে
বেহেশত আশা করো!

যাঁর সৃষ্টিকে দিলে না রে রেহাই
তাঁকে ভাবো এত বোকা?
মিছে তসবিহ আর কপালে সিজদায়
কাকে দিচ্ছ এই ধোকা?
হক-এর পাওনা মিটিয়ে না দিলে
ক্ষমা করবেন না তিনি,
মানুষের কান্না পিছে ফেলে রেখে
যায় না জান্নাত চিনি।

আগে মানুষের ক্ষত দাও মুছে
হও মানুষের মতো মানুষ,
নইলে তোমার মিথ্যে ইবাদত
হবে ছিঁড়ে যাওয়া ফানুস।


২২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।