জ্বলুক মুক্তির শক্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জ্বলুক মুক্তির শক্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

যে আলোর বিরুদ্ধে চিৎকার করে,
যে নবীর প্রতি ঘৃণা ঢেলে,
শোনো—শাস্তি আসে মুহূর্তে,
আগুন জ্বলে, অমান্যকারীর হৃদয়ে!

জ্বল! জ্বল! অমান্য ভস্ম!
জ্বল! জ্বল! সত্যের শক্তি প্রবল!
জ্বল! জ্বল! অমান্য ভস্ম!
ফেরো আলোর পথে, মুক্ত হোক মন!

হাদিস বলে—অমান্য করো না,
আল্লাহ সব দেখে, ন্যায় ধ্রুব সত্য।
যে বিদ্বেষ বপন করে,
তার ফল আসে, আছড়ে পড়ে বিধ্বংসী।

ধ্বংস! ধ্বংস! অন্যায়ের পথ!
ধ্বংস! ধ্বংস! শাস্তির ছায়া!
ধ্বংস! ধ্বংস! অন্যায়ের পথ!
ফেরো তাওবায়, আলোর দীপ জ্বলে!

তবুও আছে পথ ফিরে আসার,
হৃদয় যদি করে তাওবা।
ক্ষমা, সত্য, আলোর দীপ জ্বলে,
অমান্যকারীর অন্ধকার ভেঙে যায়।

আলো! আলো! সত্যের পথে চল!
আলো! আলো! অমান্য ভাঙো!
আলো! আলো! হৃদয় মুক্ত করো!
আলো! আলো! জ্বলুক মুক্তির শক্তি!
------------------------------------------


২২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।