এ কোন উগ্রবাদ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ কোন উগ্রবাদ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
শোন্ শোন্ হে স্বাধীন জাতি—বাজে রণ-ডঙ্কা ঘরে!
কারা এলো ছায়ার দল, আগুন-ঝরা ঝড়ের ভরে?
ঢং ঢং ঢং—জ্বলে ওঠে নগর-গ্রাম, পথ-ঘাট,
গুম-রাতের নখে লেখা অরাজকতার ঘাত!
ঢং ঢং ঢং—রাহাজানি, খুনের হুঙ্কার,
দেশদ্রোহীর দাঁতে ঝরে বিষের অঙ্কার।
যে মুক্তি চেয়েছিলাম—সে মুক্তি আজ শৃঙ্খল,
ভাঙার গান চাপা পড়ে, জিঞ্জিরে জমে কঙ্কাল!
ঢং ঢং ঢং—ধর্মের নামে অধর্মের হাট,
মিথ্যার চাষে ফসল ফলে—ঘৃণার কাঁটা-পাত।
স্বাধীন ভূমির স্বাধীনতা মুছতে চায় কালি,
গৌরবের ইতিহাসে টানে অন্ধকারের জালি!
ঢং ঢং ঢং—মুক্তিযোদ্ধার বুকে ছোড়ে অপমান,
রক্তঋণ অস্বীকারে কাঁপে না তাদের মান।
বাঙালি সংস্কৃতি জ্বালে—গান, নৃত্য, ভাষা,
একুশের ডাক চেপে ধরে বিভেদের ফাঁসা!
ঢং ঢং ঢং—সাম্প্রদায়িক উস্কানি ছুড়ে,
মানুষে মানুষে দেয়াল তোলে, বিষ ঢালে চুড়ে।
ওরে উগ্রবাদ! তুই কীসের শক্তি? ফাঁপা তোর হাঁক,
আলো দেখলেই ছাই হোস—এই তো তোর ফাঁক!
আমি লক্ষ শহীদের রক্তে বলি—বিদ্রোহী শপথ,
বজ্রকণ্ঠে সত্য নামাই—ভাঙি ভয়ের পথ।
ঢং ঢং ঢং—থাম! এই দেশ কারো শিকার নয়,
রক্তে কেনা স্বাধীনতা বিক্রির বাজার নয়!
ধর্ম মানে মানবতা—খুন নয়, ঘৃণা নয়,
দেশ মানে মিলন-সেতু—ভাঙনের সুর নয়।
ঢং ঢং ঢং—হে স্বাধীন জাতি, জাগো, এক হও আজ,
উগ্রবাদের মুখে আগুন—মানবতার বজ্রনাদ!
---------------------------------------------
২২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।