মাতৃভূমির চিত্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মাতৃভূমির চিত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
আমি আজ নজরুলের রণডঙ্কা ধার করি,
কণ্ঠে আগুন, শব্দে শপথ—
শোনো, হে নিস্তব্ধ জাতি,
দেখো মাতৃভূমির রক্তাক্ত বর্তমান!
যাদের রক্তে স্বাধীনতার সূর্য উঠেছিল,
আজ তাদের গলায় ঝোলে জুতার মালা—
এ কোন সভ্যতা? এ কোন মানবতা?
মুক্তিযোদ্ধা অপমানিত, অপদস্থ—
জাতির মেরুদণ্ডে লাথির শব্দ!
স্বাধীনতার পতাকা আজ অসম্মানে ক্ষতবিক্ষত,
লাল-সবুজ কাঁদে বাতাসে,
আর মুক্তিযোদ্ধার কবরে জ্বলে আগুন—
মৃত্যুর পরও নেই শান্তি,
ছাই হয়ে যায় শ্রদ্ধা!
স্মৃতিস্তম্ভে অগ্রাসন—
ইতিহাসের বুকে হাতুড়ির আঘাত,
মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার নীলনকশা,
প্রকৃত ইতিহাসকে বিকৃত করে
মিথ্যাকে বানানো হয় রাষ্ট্রীয় বয়ান!
উগ্রবাদের উত্থান—
বিষাক্ত স্লোগানে রাজপথ ভরে,
ধর্মের নামে অধর্মের চর্চা—
ইমানের মুখোশে হিংসার দাঁত!
মাতৃকার সম্পদ আগুনে পুড়ে,
ছাইয়ের পাহাড়ে দাঁড়িয়ে
লুটতরাজের উল্লাসনৃত্য!
ক্ষমতার অপব্যবহার—
আইনের চোখে অন্ধকার নামায়!
শিক্ষকের অপমান—
জ্ঞানকে টেনে নামানো হয় ধুলোয়,
বিদ্যালয় হয় ভয়ের ঘর,
চিন্তা হয় অপরাধ!
গণতন্ত্রের গলা টিপে ধরা—
ভোট, মত, কণ্ঠ—সব রুদ্ধ,
ফ্যাসিবাদের উত্থান
কালো ছায়া ফেলে রাষ্ট্রের বুকে!
অপমান অপদস্থ—
মানুষ আজ সংখ্যামাত্র,
ক্ষমতার মঞ্চে নৈতিকতার মৃত্যু!
আমি চুপ থাকি না—
আমি আগুনের ভাষায় বলি,
এই চিত্র কোনো দুর্ঘটনা নয়,
এ এক পরিকল্পিত অন্ধকার!
তবু শোনো—
এই মাটির শিরায় এখনো রক্ত গরম,
ছাইয়ের নিচে ঘুমায় বিদ্রোহ,
আর একদিন—
মাতৃভূমি নিজেই উচ্চারণ করবে
অগ্নিবীণার চূড়ান্ত সুর।
-----------------------------------------------------
২২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।