আমি অগ্নিগর্ভ বিদ্রোহ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি অগ্নিগর্ভ বিদ্রোহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

আমি বিদ্রোহী—
আমি রক্তচক্ষু বজ্র, আমি শপথের আগুন,
আমি ঘুমন্ত পাহাড়ে লাথি মারা ভূমিকম্প,
আমি নীরবতার বুক চিরে ওঠা আর্তনাদ।

আমি দাঁতাল ঝড়—
শিকল কামড়ে ছিঁড়ে ফেলি,
আমি অন্ধকারে গর্জে ওঠা সত্যের নখ,
আমি ভয়ের গলায় চেপে ধরা প্রশ্ন।

আমি ধূমকেতু—
আকাশে আঁচড় কাটি, ইতিহাসে দাগ ফেলি,
আমি মিথ্যার কবর খুঁড়ে
সত্যকে তুলে আনি লাল রক্তিম আলোয়।

আমি অগ্নিপানী—
নিভি না, নিস্তেজ হই না;
আমি শিরায় শিরায় সঞ্চারিত বিদ্যুৎ,
আমি হাড়ে হাড়ে কাঁপন তোলা ডাক।

আমি চিৎকার—
ধর্মের মুখোশে লুকোনো অধর্মের বিরুদ্ধে,
আমি শ্লোগান—
মানুষের নামে মানুষ খাওয়ার বিরুদ্ধে।

আমি মাতৃভূমির রক্তাক্ত কণ্ঠ,
আমি শহীদের অসমাপ্ত বাক্য,
আমি পতাকার আঁচলে বাঁধা প্রতিজ্ঞা—
ভাঙবে না, নত হবে না।

আমি ছদ্মবেশ ছিঁড়ে ফেলি,
আমি কপটতার দাঁত উপড়ে দিই,
আমি বিশ্বাসের বুকে
সত্যের খড়্গ বসাই নির্ভীক।

আমি বিদ্রোহী—
আমার হাঁটায় আগুন, আমার চোখে বজ্র,
আমার নিঃশ্বাসে রণডঙ্কা,
আমার নীরবতায়ও আতঙ্ক।

শোনো, হে অশুভ—
আমি শেষ নই, শুরু;
আমি থামি না, ফিরি না;
আমি বিদ্রোহ—
প্রচণ্ড, প্রলয়মুখী, অপ্রতিরোধ্য।
-----------------------------------------


২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।