এসো হে গণতন্ত্রের বীর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এসো হে গণতন্ত্রের বীর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
তুমি এসো—হে গণতন্ত্রের বীর,
এসো বজ্রপদে, আগুন-হাতে, শপথের শিরে!
দেখো হে বাংলা—আজ জ্বলিছে উগ্রবাদের দাহ,
স্বাধীনতার আঙিনায় ছাই, বিবেকের কণ্ঠে বাঁধা শ্বাস।
দিকে দিকে দেশবিরোধীর উত্থান—
মুখোশে মুখোশে শকুনের নৃত্য,
মবের হুঙ্কারে ন্যায় লাঞ্ছিত,
স্বৈরাচারের ছায়া নামে—ভোটের বাক্সে, কলমের ডগায়, রাস্তায়।
পিতার রণযুদ্ধে পাওয়া যে স্বাধীনতা—
লক্ষ শহীদের রক্তে ধোয়া লাল-সবুজ,
মা-বোনের ইজ্জতের শপথে বাঁধা—
আজ তা হুমকির সম্মুখে, পদধূলিতে গণতন্ত্র!
তুমি কোথায়, হে বীর?
যে বলেছিলে—কণ্ঠ রোধ হবে না,
কলম থামবে না,
মতপ্রকাশে অবাধ চাষাবাদ হবে—
সে অঙ্গীকার আজ কারাগারে?
এ এক নতুন যুদ্ধ—
এবার তলোয়ার নয়, বিবেকের বজ্র,
এবার বন্দুক নয়, সত্যের উচ্চারণ।
এবার হেরে গেলে—জাতি হেরে যাবে,
স্বাধীনতা হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে;
কবিতা থামবে, ইতিহাস স্তব্ধ হবে,
মুক্তিযুদ্ধের গল্প হবে নিষিদ্ধ শব্দ!
চেয়ে দেখ—
দুর্নীতির সিন্ডিকেটে রাষ্ট্র বন্দি,
ফ্যাসিবাদের কণ্ঠে আইন খর্ব,
মববাদে ন্যায় চূর্ণ,
স্বৈরাচারের দম্ভে ভোট অপমানিত।
লাল-সবুজ পতাকা আজ খামচে ধরেছে
সেই পুরোনো শকুন—নতুন নাম, পুরোনো দাঁত!
তুমি এসো হে—
জাতি তোমার অপেক্ষায়,
এই স্বাধীন মাতৃকা তোমার,
এই জনতা তোমার।
জাগাও হে নেতা—ভীত কলম, রুদ্ধ কণ্ঠ,
শেখাও আবার—ভয় নয়, অধিকার!
উঠুক হে গণজোয়ার—
আইনের শাসনে দাঁড়াক রাষ্ট্র,
মানুষের মর্যাদায় ফিরুক শক্তি।
পিতার আদর্শ প্রজ্জ্বলিত করো—
সাম্য, মানবিকতা, অসাম্প্রদায়িক শপথে।
এসো হে গণতন্ত্রের দিশারী—
ঝড়ের ভেতর প্রদীপ হও,
অন্ধকারে বজ্র হও,
মিথ্যার দেয়ালে সত্যের হাতুড়ি হও!
তুমি এসো—হে গণতন্ত্রের বীর,
বাংলা আজ তোমার ডাক শোনে,
ইতিহাস আজ তোমার অপেক্ষায়।
----------------------------------------------------
২৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।