স্মৃতির মায়াজাল
- মোঃ নাসির উদ্দীন

বহুদিন পরে কাল নিশীথে,
এসেছিলে মোর স্বপন-বিথী তে;
হৃদয়ে জাগালে সেই পুরনো সুর,
মনে হলো আজ তুমি নও তো দূর।

নিবিড় আবেশে ছুঁয়েছিলে হাত,
কেটে যাবে সখা আজ এ রাত;
কিন্তু হঠাৎ ভাঙলো যখন ঘুম,
চারিদিকে ঘিরে ধরলো নিঝুম।

একা ঘরে আজ বড় হাহাকার,
স্বপ্নে এসেও কেন দিলে ছারখার?
একটু দেখার আড়ালে লুকানো ব্যথা,
বলতে পারিনি জমানো সব কথা।

রয়ে গেলে তুমি শুধু মায়ার ঘোরে,
ফেলে গেলে আমায় রিক্ত করে;
স্বপ্ন ভেঙে করলে আমায় একা,
হলো না তো আর বাস্তবে দেখা।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।