অবহেলার ছাই
- মোঃ নাসির উদ্দীন
রাতের আঁধার নামলে চোখে, বাড়ে স্মৃতির মেলা,
দিনটা তোমায় ভুলে থাকার একটা মিথ্যে খেলা।
বালিশ ভেজে চোখের জলে, বিছানা হয় নদী,
একবার কি আসত ফিরে, সময় থামত যদি?
মাথা রাখলে বালিশে আজ, কথার পাহাড় জাগে,
সব স্মৃতিরা ভিড় করে ঐ বুকের বাম পাশেতে লাগে।
আমি আজও আগলে রাখি প্রতিটি সেই কথা,
তুমি আমায় উপহার দিলে এক আকাশ ভরা ব্যথা।
ভুলিনি আমি একটি পলক, তুমি গেছ যে ভুলে,
অচেনা এক মেঘের দেশে দিলে তরীটা কূলে।
প্রেমের আগুনে পুড়ছি আমি, হচ্ছি তিলে তিলে ছাই,
স্বপ্ন দেখার সাধ্য তো নেই, শুধু শূন্যতা খুঁজে পাই।
দিনের আলোয় হাসি মুখে থাকি যে সবার সাথে,
তোমার জন্য কান্না কেবল একলা গভীর রাতে।
সব ভুলে যাওয়া কি এতটাই সহজ ছিল তোমার তরে?
অপেক্ষাটা আমার কেন একলা কেবল ঘরে?
পোড়া মনে জমা আছে কেবল স্মৃতির স্তূপ,
তুমি আছো সুখে বেশ, আর আমি যে নিশ্চুপ।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।