শেষ আঘাতের বিষ
- মোঃ নাসির উদ্দীন
এত কাছে এসে যদি আবার ভুলে যাও,
সরল প্রাণের বিশ্বাসে যদি একটু আঘাত দাও—
আমার এ মৌন বুকে যেটুকু ছিল স্বপ্ন বোনা,
সেখানে আজ জমা হয়েছে কেবল দীর্ঘশ্বাসের কণা।
তুমি হাসবে হয়তো অন্য কারও সোহাগের ছোঁয়ায়,
আমি মিশে যাব ধীরে ম্লান গোধূলির মায়ায়।
তোমার চোখের সামনেই একদিন পড়ে থাকবে স্তব্ধ,
আমার এই প্রাণহীন দেহ— নীরব আর নিস্তব্ধ।
সেদিন ডাকিলেও আর পাবে না কোনো সাড়া,
আমার মরা লাশটাই হবে তোমার অবহেলার কিনারা।
ভালো থেকো তুমি তোমার নতুন কোনো ভুবনে,
আমি থেকে যাব শুধু তোমার ওই দহনজ্বালা ক্ষণে
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।