আদর্শের দুর্ভিক্ষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আদর্শের দুর্ভিক্ষ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

রাজনীতির আকাশে আদর্শের দুর্ভিক্ষ হানিছে আঘাত,
স্বাধীন মাতৃভূমি জ্বলিছে আদর্শহীন রাজনীতিবিদদের আগুনে।
নেতাদের অশুভ ঘূর্ণিঝড়ে নিরীহ জনতা মরিছে
হুজুগের উন্মাদনায়, অচেনা মিছিলের পায়ে পিষ্ট হয়ে।

শুধু ক্ষমতার জন্য নেতারা ছুটিছে—
নীতি, নৈতিকতা, আদর্শ ভুলে।
মুনাফিকির উচ্চ শিখরে দাঁড়িয়ে
আদর্শহীন নেতাদের রাজকীয় অবস্থান।
কর্মীরা দেয় জীবন—
আর নেতারা স্বার্থের জন্য কর্মী ভুলে যায়,
দল ভুলে যায়, আদর্শ ভুলে যায়।

কে দেশবিরোধী, কে দেশপ্রেমিক—
সে হিসাব তাদের খাতায় নেই।
ক্ষমতাই তাদের ধ্যান, ক্ষমতাই তাদের দর্শন,
ক্ষমতাই তাদের একমাত্র লক্ষচিত্র।
এইভাবে চলতে থাকলে দেশ
চলে যাবে অতল গহ্বরে—
নেতা তো নয় যেন
আদর্শহীন অভিনেতার অভিনয়।

আজো আমি নিঃশ্বাসে পাই মৃত্যুর নীরব সাক্ষ্য,
আজো আমি মাটিতে দেখি মৃত্যুর নগ্ন নৃত্য।
ধর্ষিতার কাতর চিৎকার শুনি
আজো আমি তন্দ্রার ভেতরে।

এ দেশ কি ভুলে গেছে
সেই দুঃস্বপ্নের রাত,
সেই রক্তাক্ত সময়?

মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে
একদিন যারা বুক বেঁধেছিলো,
জীর্ণ জীবনের পুঁজে তারা আজ
খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার।

আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে
জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায়
আর্ত কুমারী জননী।

স্বাধীনতা—
একি হবে নষ্ট জন্ম?
একি তবে পিতাহীন জননীর
লজ্জার ফসল?

জাতির পতাকা খামচে ধরেছে
আজ পুরোনো শকুন।

নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে
দুলে ওঠে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ—
চালের গুদামে তবু জমা হয়
অনাহারী মানুষের হাড়।

এ চোখে ঘুম আসে না—
সারারাত আমার ঘুম আসে না।
তন্দ্রার ভেতরে আমি শুনি
ধর্ষিতার করুণ চিৎকার।

নদীতে পানার মতো ভেসে থাকে
মানুষের পচা লাশ।
মুন্ডহীন বালিকার
কুকুরে খাওয়া বিভৎস শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে।

আমি ঘুমোতে পারি না—
আমি ঘুমোতে পারি না…

রক্তের কাফনে মোড়া—
কুকুরে খেয়েছে যারে,
শকুনে খেয়েছে যারে,
সে আমার ভাই,
সে আমার মা,
সে আমার প্রিয়তম পিতা।

স্বাধীনতা—
সে আমার স্বজন,
হারিয়ে পাওয়া একমাত্র স্বজন।
স্বাধীনতা—
আমার প্রিয় মানুষের রক্তে কেনা
অমূল্য ফসল।

ধর্ষিতা বোনের শাড়ি—
ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
---------------------------------------------------


২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১২-২০২৫ ১৮:৪৯ মিঃ

অসাধারণ লিখনী