তবে কেন সংসার হলো তার সাথে?
- অনিরুদ্ধ রনি
যে প্রেম তুমি আমায় দিয়েছো,
সেই প্রেমের ব্যাখ্যা দেই না কারো কাছে।
মানুষ জানতে চাইলে বলি,
তুমি আমায় চমৎকার ভালোবেসেছো।
ভালোবেসে যে সংসারের নকশা এঁকেছিলে,
সে নকশা আমার দেয়ালে ঝুলে আছে
সিলিংফ্যানে ঝুলে থাকে যেমন মরদেহ!
আমি জানিনা একই নকশায় তুমি সাজিয়েছ কিনা সংসার আজ
যা আমাদের হবার কথা ছিলো, তা সব হয়েছে কিনা তোমার।
আজ যারে মৃত্যুের মতো ভালোবাসো—
আমি জানতাম তারচেয়েও বেশি ভালোবেসেছিলে আমারে।
তবে কেন সংসার হলো তার সাথে?
২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।