জাতির স্যালুট
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জাতির স্যালুট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************
যারা লোভের কাছে নত হয়নি কখনো,
যারা আদর্শকে বুকে বেঁধে রেখেছে আগ্নেয় শপথে—
তোমাদেরই নামে আজ আমার কবিতা,
তোমাদেরই পায়ে জাতি রাখে মাথা শ্রদ্ধায়, নীরবতায়।
তোমরা গোলাপ—
রক্তে ফুটে ওঠা আগুন-রঙা গোলাপ,
যাদের কাঁটায় বিদ্ধ হয়েছিল শত্রুর বুক,
যাদের সুবাসে জেগেছিল স্বাধীনতার সকাল।
যুদ্ধের রাতে ক্ষুধা ছিল, ভয় ছিল,
তবু পিছু হটোনি একচুলও—
মায়ের মুখ, মাটির ডাক,
লাল–সবুজের মান—এই ছিল তোমাদের সম্বল।
তোমরা বন্দুক ধরেছিলে ক্ষমতার জন্য নয়,
মুকুটের লোভে নয়, মুদ্রার লালসায় নয়—
তোমরা লড়েছিলে মানুষের অধিকারের জন্য,
ভবিষ্যৎ প্রজন্মের মুক্ত নিশ্বাসের জন্য।
গুলির সামনে বুক পেতেছিলে,
পেছনে ছিল না কোনো সিংহাসন—
শুধু ছিল দেশ,
শুধু ছিল জাতি,
শুধু ছিল স্বাধীনতার অবিনাশী স্বপ্ন।
আজও তোমরা আছো নীরবে,
প্রচারের আলোয় নয়—
কিন্তু ইতিহাস জানে,
এই দেশ দাঁড়িয়ে আছে তোমাদের রক্তের ওপরই।
নজরুলের বজ্রকণ্ঠে আজ উচ্চারণ হোক—
তোমরাই সত্যিকারের বীর!
তোমরাই মুক্তিযোদ্ধা!
তোমরাই জাতির অহংকার!
এসো, জাতি দাঁড়িয়ে স্যালুট জানাক—
তোমাদের ত্যাগকে,
তোমাদের সততাকে,
তোমাদের অটল দেশপ্রেমকে।
যতদিন লাল–সবুজ উড়বে আকাশে,
যতদিন বাংলা বেঁচে থাকবে—
ততদিন তোমাদের নাম
লিখিত থাকবে গৌরবের অক্ষরে।
দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা—
জাতি তোমাদের স্যালুট করে।
২৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।