স্বাধীন জাতির কলঙ্ক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বাধীন জাতির কলঙ্ক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
মুক্তির ফুলগুলি আজ পরজীবী—
লোভের পুঁজে, লালসার উন্মাদ নগ্নতায়!
যে গোলাপ রক্তে ফুটেছিল রণভূমিতে,
আজ সে জবা—রঙ আছে, গন্ধে পচন ধরা যায়।

যে মৌগুলো মাতত স্বাধীনতার সুবাসে,
আজ তারা ফেরে ব্যথাতুর, মলিন অন্তরে—
ধিক্কার ছুড়ে দেয় সেই ফুলের মুখে,
যে ফুল নিজের শিকড়ই বিকিয়ে দেয় বাজারে।

গোলাপ, তুই কি এতটাই লোভী হতে পারিস?
শুনেছিলাম—তুই মুক্তিযোদ্ধা,
শুনেছিলাম—তোর কাঁটায় কাঁপত দেশদ্রোহী,
স্বাধীনতাবিরোধীর বুকে নামত তোর বজ্র-কথা।

কিন্তু আজ?
ক্ষমতার মদের নেশায় তোর চোখ অন্ধ,
অর্থের থালায় আদর্শ চূর্ণ—
তুই নিলাম করিস স্বাধীনতার স্বপ্ন!

যে লাল-সবুজ রক্তে রাঙা হয়েছিল,
তুই তা বিক্রি করিস শত্রুর দরবারে,
যাদের বিরুদ্ধে ছিল তোর শপথের তরবারি,
আজ তাদের হাতেই তোর হাত—লজ্জার বাজারে!

এর চেয়ে বড় লজ্জা কি আছে জাতির জন্য?
মুক্তিযোদ্ধা আজ পণ্যে পরিণত!
স্বাধীন জাতির কপালে কালো দাগ,
তুই ইতিহাসের পাতায় এক বিকৃত শব্দমাত্র!

মুক্তিযোদ্ধা বলতেও আজ ঘৃণা লাগে—
কারণ তুই পথভ্রষ্ট, তুই ভণ্ড!
তোর বুকের মেডেল ঝনঝন করে না,
ওগুলো বাজে—মুদ্রার শব্দে, লোভের ছন্দে।

শোন, হে নব্য শত্রু!
তুই বাইরের নয়—ভেতরের পচন,
তুই জাতির শিরায় ঢোকা বিষ,
তোর নামেই কলঙ্ক—স্বাধীনতার অপমান।

নজরুলের রণডঙ্কা বাজে আজও আকাশে—
বজ্রকণ্ঠে প্রশ্ন ওঠে: “কে তুই?”
যে আদর্শ বেচে দেয়, সে যোদ্ধা নয়,
সে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানো এক বিশ্বাসঘাতক ছায়া।

স্বাধীন জাতি আজ আঙুল তুলে বলে—
দূর হ!
তুই মুক্তির ফুল নস,
তুই লোভের আগাছা—
স্বাধীন জাতির কলঙ্ক।
----------------------------------------------


২৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।