মনে মনে মানি
- রফিকুল ইসলাম রফিক

আমার কত যোগ্যতা ভাই জানিস কিরে তুই
গরু চোরের বিচার করি ডাকাত নিয়ে শুই
সবাই দেখে সবাই জানে বলার উপায় নাই
কারণ আমি আজ সমাজের সবার মিয়া ভাই।
আমি কি আর আমি আছি বাবার ছোট্ট মনা
মায়ের কোলে ঘুমিয়ে থাকা অবোধ চাদেঁর কণা
এখন আমি অনেক বড় দেশের সেরা জন
মৌমাছিরা রাখে আমায় ঘিরে সারাক্ষণ
ইশারাতে ঢেউ তুলে দেই কঠিন সুনামি
দয়ামায়া মূল্যহীন আজ ভয়টা বেশি দামী।
পাশ করা ঐ ডক্টরেটও আমার কেনা গোলাম
মাথার জোরে আমিই আজ তোদের সেরা হলাম।
বিদ্যাপীঠের ডিগ্রী নয় সময় জ্ঞানে পূর্ণ
হয়েই আমি আপন হাতে সব করেছি চুর্ণ
বাস্তবের এই ঝড়ো হাওয়া সামাল দিয়ে দিয়ে
পার হয়েছি হাজার সিঁড়ি নিজকে নিয়ে নিয়ে
বুঝবি নারে দেখে আমার অবয়ব ও বাহির
লুকিয়ে আছে ভেতরে যা- উল্টো করি জাহির
বিদ্যাপীঠে গেছি শুধু, লেখাপড়া কিচ্ছু করি নাই
তাতে কি আর খারাপ আছি বল দেখিরে ভাই।
কন্যাদায়ে গুরু আমায় করেন কদমবুসি
তুই কি জানিস এখন আমি কত্তখানি খুশি!
রাত জেগে তোর লেখাপড়ায় বৃথা সময় গেলো
এই দুনিয়ার হালচালে আজ জীবন এলোমেলো।

আমার বোধ আমার কাছে তোর বোধটা তোর
কে সাধু আর কে শয়তান কে কতটা চোর
তুই অতটা বুঝবি নারে আমি যতো জানি
ইন্যোসেন্ট আর ভদ্রজনই টানে সকল ঘানি।

সব পেয়েছি জীবনে, যা-আছে ভূবনময়
ভরাট জীবন তবু ক্যানো শূন্য মনে হয়।
আমার আমি আমার মতো তোর মতোরে তুই
আয়না ভাই একটি দিন এক বিছানে শুই।
তুই যে অনেক বড় মানুষ জানি আমি জানি
প্রকাশ না করলেও আমি মনে মনে মানি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।