কোথায় আমার ঘর!
- জায়েদ আকবর

তোমার একরোখা আঘাত, আমার নিদ্রাহারা রাত,
তোমার মুখের কথা আমার বুকে কাটার মতন বিঁধে।
তাই থাকো নিজের মতো, হৃদয় সইবে আর কত!
তুমি নতুন কোনো চাঁদ হয়ে যাও অন্য কারোর ঈদে।

আমার অশ্রুমাখা চোখ, আর অন্ধকার না হোক,
বুকের নকশীকাঁথায় আর কখনো আঁকবো না অক্ষর।
কোথায় ডুবেছি কে জানে, বেঁচে আছি কীসের টানে!
আমি খুঁজেই নেব ঠিক, বলো কোথায় আমার ঘর?


২৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।