হাত বাড়িয়ে!
- জায়েদ আকবর
চাঁদের তো তবু জোৎস্না থাকে,
এক-আকাশ তারকা থাকে।
তারও কিছু বন্ধু থাকে-
মুগ্ধ, অন্ধকারে!
আর আমি কেমন বেঁচে আছি,
বসন্ত-ভোরে থমকে আছি।
হাত বাড়িয়ে খুঁজি তাকে-
সে কি জানতে পারে?
৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।