এক চিমনি আলোর কথা
- ফয়জুল মহী
ভালোবাসা তুমি অপেক্ষা করে আছো
কিসের ভয়ে, কিসের ডরে
চটজলদি এসে যাও আমার আলিঙ্গনে
সন্ধ্যা তোমার রাত আমার
ফুল শয্যায় এসো এসো।
দিবো তোমায় উষ্ণতা
কাশ্মীরি জাফরানের।
অতল দূরে বসে
কেনো বাজাও শঙ্খধ্বনি
ডুবে যায় মন, ডুবে যায় প্রাণ
জেগে ওঠে শব্দের প্রতিধ্বনি
ভালোবাসো আর ভালোবাসো।
উষ্ণতা চাই ভালোবাসার
সুখে-দুঃখে কাব্যশ্লোকে
আমি খেলি শব্দের খেলা
প্রকৃতির মতো সবুজের সংস্পর্শে
মুছতে চাই সব ধূসর রংয়ের মেলা।
৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।