তুমি এক মৃত্যুঞ্জয়ী আপোষহীন ফুল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি এক মৃত্যুঞ্জয়ী আপোষহীন ফুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************

এক নেত্রীর শূন্যতায় আজ প্রকৃতি কাঁদে,
কাঁদে জনতা—কাঁদে স্বাধীন বাংলার পথঘাট।
ভোরের বাতাসে ভেসে আসে শোকের দীর্ঘশ্বাস,
আজ শূন্য হলো ইতিহাসের এক অমোচনীয় অধ্যায়।

এ শূন্যতা পূরণ হবার নয়—
কারণ তুমি ছিলে না শুধু একজন মানুষ,
তুমি ছিলে একটি সময়,
একটি প্রতিরোধ,
একটি অদম্য বিশ্বাসের নাম।

গণতন্ত্রের কাননে তুমি ফুটেছিলে
আপোষহীন চরিত্রের দীপ্ত ফুল হয়ে।
ঝড়ে–ঝঞ্ঝায় নুয়ে পড়োনি কখনো,
কাঁটায় কাঁটায় রক্ত ঝরিয়ে
তুমি সুবাস ছড়িয়েছ জনতার অধিকারের পথে।

গৃহিণী থেকে সভানেত্রী—
এ ছিল না কেবল পদবির যাত্রা,
এ ছিল স্বৈরাচারির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।
সংসারের গণ্ডি পেরিয়ে তুমি উঠেছিলে
রাষ্ট্রচিন্তার কঠিন শিখরে।

তুমি ছিলে আপোষহীন জননেত্রী,
অন্যায়ের সামনে মাথা নত না করা এক নাম।
হুলিয়া, কারাগার, জেল–জুলুম—
সবকিছুকে তুচ্ছ করে তুমি বলেছিলে:
“গণতন্ত্র বন্দি হতে পারে না।”

তুমি গণতন্ত্রের অভিভাবক,
ভোটের অধিকার, বাকস্বাধীনতার পাহারাদার।
নির্বাচিত প্রতিনিধি হয়ে তুমি প্রমাণ করেছিলে—
জনতার রায়ই রাষ্ট্রের সর্বোচ্চ ফরমান।

তুমি ছিলে মুক্তিযুদ্ধের রক্তপ্রবাহ,
যে রক্তে লেখা লাল–সবুজের ইতিহাস।
স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে
রাষ্ট্রের প্রতিটি সংকটে তুমি হয়েছিলে
অটল প্রহরী।

লাল সবুজের ধারক বাহক
পতাকার রঙে রঙিন ছিল তোমার আত্মা।
তিনবারের প্রধানমন্ত্রী—
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও
ভুলে যাওনি জনতার কষ্ট, জনতার কান্না।

তুমি ছিলে জনতার প্রাণ, জনতার মাতা,
শাসকের আসনে বসেও
তুমি ছিলে রাজপথের মানুষ।
দিবারাত্রি লড়াই–সংগ্রামে
জনতার পাশেই ছিল তোমার ঠিকানা।

জেল–জুলুম সহ্য করা নেত্রী—
কারাগারের দেয়ালও জানত,
তোমাকে আটকে রাখা যায়,
কিন্তু দমিয়ে রাখা যায় না।

তুমি কখনো হারোনি—
কারণ পরাজয় তোমার অভিধানে ছিল না।
আজও তুমি হারোনি—
কারণ মৃত্যু তোমাকে নিতে পারেনি,
নিয়েছে শুধু দেহ,
চেতনাকে নয়।

আজ ভোর ছয়টায়—
৩০–১২–২৫ ইং,
মহান প্রভুর ডাকে তুমি ছেড়ে গেলে এই ধরাধাম।
কিন্তু এ বিদায় বিদায় নয়,
এ এক অমরতার যাত্রা।

বেগম খালেদা জিয়া—
তুমি এক মৃত্যুঞ্জয়ী আপোষহীন ফুল।
তোমার শূন্যতায় আজ দেশ নীরব,
আকাশ ভারী, বাতাস স্তব্ধ।

এ বিদায়, এ শোক সহিবার নয়
তবু মাথা নত করে আমরা বলি,
হে মহান আল্লাহ,
তোমার দরবারে এই ফরিয়াদ—
তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে
তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করো।

গণতন্ত্রের ইতিহাসে
তোমার নাম লেখা থাকবে
রক্তের অক্ষরে,
আপোষহীনতার প্রতীকে,
চিরকাল—চিরদিন।
----------------------------------------------------------


৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-১২-২০২৫ ০৩:০০ মিঃ

আমরা গভীর শোকাহত । এক মহাকালের শেষ বিদায়