মহাকালের বিদায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মহাকালের বিদায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
এক প্রেমের শূন্যতায় আজ প্রকৃতি কাঁদে গভীরতায়
স্বাধীন বাংলার পথঘাট ভিজে যায় অশ্রুর ধারায়
জনতার বুকে নেমে আসে দীর্ঘ বিষণ্ন ব্যথায়
এই শূন্যতা পূরণ হবার নয়—ইতিহাসে রয়ে যায় ।

গণতন্ত্রের কাননে তুমি ফুটেছিলে দৃঢ় বিশ্বাসে
আপোষহীন তেজে জ্বালালে অন্যায়ের সর্বনাশে
গৃহিণীর ঘর পেরিয়ে এলে রাজপথের দুর্দশায়
জনতার অধিকারের ডাকে জেগে উঠলে প্রত্যাশায়

বিএনপির সভানেত্রী হয়ে ধরলে সংগ্রামের হালেতে
ঝড়ের মুখে দাঁড়িয়ে রইলে অবিচল সংকল্পেতে
জেল, জুলুম, হুলিয়া এলো জীবনের প্রতিটি বাঁকে
তবু মাথা নত করোনি শাসনের কোনো ফাঁদে

অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুললে বজ্র উচ্চারণে
কারাগারের অন্ধকার কাঁপত তোমার দৃপ্ত ভাষণে
নির্বাচিত প্রতিনিধি হয়ে হার মানোনি কোনোখানে
অপরাজিত ইতিহাসে উঠলে দীপ্তির শিখরপানে

গণতন্ত্রের অভিভাবক তুমি—জনতার আশ্রয়ে
মুক্তিযুদ্ধের রক্তধারা বইত তোমার অন্তরে
লাল সবুজের পতাকা ছিল নিঃশ্বাসের প্রতীকে
শহীদের অসমাপ্ত স্বপ্ন জ্বলত তোমার চেতনায়

তিনবারের প্রধানমন্ত্রী—ক্ষমতা ছিল না সাধনায়
রাষ্ট্রের ভার বহন করেও চললে কণ্টক যাত্রায়
জনতার প্রাণ, জনতার মাতা—এই ছিল পরিচয়
নিজের সুখ বিসর্জনে গড়লে জাতির নির্ভয়

আজ মহাকালের ডাকে থামল তোমার মানবধারা
ভোরের বাতাস বয়ে আনল বিচ্ছেদের শীতল ইশারা
এ মৃত্যু মৃত্যু নয়—এ অনন্ত পথে যাত্রা
যেখানে দেহ থামে, নাম জাগে ইতিহাসজুড়া

খালেদা জিয়া—আপোষহীন, মৃত্যুঞ্জয়ী ফুল
তোমার বিদায়ে আকাশ ভারী, মাটি ব্যথাতুর
শোক সহিবার নয় তবু শোক বুকে ধারণ
নেত্রী যায়, আদর্শ থাকে—এ চিরন্তন প্রমাণ

হে মহান আল্লাহ, এই ফরিয়াদ তোমার দরবারে
সব ভুলত্রুটি ক্ষমা করে স্থান দিও জান্নাতে
তাঁর আত্মা হোক শান্ত, নূরের আলোকধারায়
আর জাতির বুকে বেঁচে থাকুক তাঁর সংগ্রামগাথায়
--------------------------------------------------------


৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।