খালেদা জিয়া
- যুবক অনার্য

আমি রাজনীতির লোক নই
আমি কবিতার লোক
রাজনীতির লোক না হলেও যিনি কবিতার লোক
তাকে রাজনীতির খোঁজ রাখতে হয় কবিতার খাতিরেই
আসলে কবিতার খাতিরেই আমি
খোঁজ রেখেছিলাম রাজনীতির
খোঁজ রাখতে গিয়ে দেখি আমার দেশের রাজনীতিতে একজন রাজনীতিবিদ দেশ আর গণতন্ত্রের জন্য
বরণ করে নিয়েছিলেন অসুস্থতা আর কয়েদি জীবন
তিনি চাইলেই সেইফ এগজিট নিয়ে থাকতে পারতেন ভালো- বিদেশ-বিভুঁই
তিনি তা করেন নি
দেশপ্রেমিক বলেই
থেকে গিয়েছিলেন দেশেই
দেশের মানুষেরা তাকে আপোষহীন দেশনেত্রী বলেন
আমি কবিতার লোক জন্যেই ভবিষ্যৎ দেখতে পাই
দেখতে পাই যে আমার দেশের একজন মানুষ
যিনি সমগ্র পৃথিবীতে জায়গা করে নিবেন 'গণতন্ত্রের মা' - এই নামে
আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন
তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ


৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-১২-২০২৫ ২৩:০৭ মিঃ

সুন্দর অনূভুতি প্রকাশ করেছে। ❤️