হ্যাপি নিউ ইয়ার
- বাপন মান্না
আমি যখন নূতন ছিলাম
বাসত সবাই ভালো,
বার্ধক্যে এসেছি বলে
কেউ দেখায় না আলো।
অতি দুঃখে কাটে আমার
বাকি আঁধার রাত্রি,
ভাবিনি তো হতে হবে
মৃত্যুপথযাত্রী।
পুরানো হলে কে আর বলো
মনে রাখে ভবে?
ধরা ছেড়ে তাই আমাকে
চলে যেতে হবে।
সবাইকে বিদায় বলে
যাচ্ছি আমি চলে,
রাত বারোটায় মৃত্যুর কোলে
পড়ব আমি ঢলে।
নূতন নিয়ে তোমরা সবাই
খুবই ভালো থেকো,
সুখ-স্বপ্নে মিলেমিশে
খুশির ছবি এঁকো।
ফুল সাজিয়ে বরণ করে
ডেকো তাকে 'ডিয়ার',
দুঃখ-বুকে জানাই আমি
হ্যাপি নিউ ইয়ার।
৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।