দীর্ঘ প্রতীক্ষার অবসান
- মোঃ নাসির উদ্দীন

দীর্ঘ অপেক্ষার যবনিকাপাত, আজ মিটেছে সকল তৃষা,
বাংলার মাটিতে পা রেখেছেন তিনি, ঘুচবে এবার অমানিশা।
বহুদিন পর স্বদেশের কোলে ফিরলেন প্রিয় নেতা,
জুড়াবে এবার সাধারণ মানুষের যত দীর্ঘদিনের ব্যথা।

বন্ধ হোক আজ চুরির মহোৎসব, বন্ধ হোক ঘুষের লেনদেন,
হরিলুট আর চাঁদাবাজির বিষে যেন কেউ না হারান প্রাণ।
অস্ত্রের গর্জন থেমে যাক আজ, বন্ধ হোক রক্তপাত,
মানুষের মনে ফিরে আসুক শান্তি, কাটুক এই আঁধার রাত।

ক্ষুধার জ্বালায় কাঁদবে না শিশু, কাটবে ভাতের অভাব,
সততা আর ইনসাফ হবে এ দেশের নতুন স্বভাব।
মুছে যাবে গ্লানি, হাসবে কৃষক, হাসবে মেহনতি জন,
নেতার হাত ধরে গড়ে উঠবে এ দেশ, জাগবে সবার মন।

স্বপ্ন এবার সত্যি হবে, ঘুচবে সকল ধোঁয়াশা,
সোনার বাংলাদেশে আবার ফিরবে সাধারণের ভালোবাসা।
একসাথে কাঁধে মিলিয়ে কাঁধ, গড়বো আগামীর দিন,
সোনার বাংলা সোনায় পরিণত হবেই হবে একদিন।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।