এমন স্বপ্ন এক
- যুবক অনার্য

যদি বলতেই হয় বলো এমন এক স্বপ্নের কথা
যে স্বপ্ন সকলের
যে স্বপ্ন স্বপ্নের কথা বলে
যে স্বপ্নে তুমি আছো আমি আছি
যিনি নেই আছেন তিনিও
এমন এক স্বপ্ন যে স্বপ্নে বুকভরা স্তন
স্তনের ভেতরে শালদুধ
সাদা ভাত ভাতে দুধ দুধে সর
যে স্বপ্নে তোমার দুঃস্বপ্নে
আমার পাঁজরে বেজে উঠবে কর্কট ক্ষত
তোমার কান্নায় লেখা হবে
আমার আহত অশ্রুর প্যানোরামা
এমন স্বপ্ন এক
যেখানে ভিনদেশি কেউ বলবে না-
অমুককে চেয়ারটা দাও চেয়ারে বসিয়ে রাখো
তমুককে লাথি মারো সরিয়ে দাও চিরতরে
যে স্বপ্নে আমরাই অভিভাবক আমাদের
অন্য কোনো দেশ নয় জাতি নয়
এমন স্বপ্ন এক যেখানে অন্য কেউ নয়
যদি মারতেই হয় তো আমরাই যেনো
মারতে পারি আমাদের পোঁদ


০১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।