বেগম জিয়া
- অনিরুদ্ধ রনি
তুমি ছিলে ধ্রুব তারা,
নক্ষত্রের মতো উজ্জ্বল।
তুমি ছিলে ভালোবাসার প্রতীক,
রাষ্ট্র করেছিলে স্বচ্ছল।
তুমি ছিলে কমান্ডার
দেশ গঠনের নায়ক।
তুমি ছিলে প্রজন্মের আলোর দিশারী,
তুমিই ছিলে শৃঙ্খলার শাসক।
তুমি ছিলে রাজনৈতিক আলোর জিয়া,
ভেঙে দিয়েছিলে মিথ্যার গৌরব।
তুমি তোমার সততায় ছিলে অটুট,
ছড়িয়েছিলে ভালোবাসার সৌরভ।
তোমার কণ্ঠেই উচ্চারিত হতো;
বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সুর।
তোমার ছোয়ায় পরিবর্তন হয়েছে দেশ,
হয়েছে শয়তান দূর।
আমাদের জন্য তোমার কণ্ঠ
ছিলো সর্বদা সবচেয়ে সরল,
যা ছিলো সবচেয়ে শক্তিশালী বয়ান;
ইতিহাসে তা বিরল।
তুমি ছিলে রাজনৈতিক শক্তি,
পথপ্রদর্শক এ জাতির।
অন্যায়ের বিরুদ্ধে ছিলে অটল, অবিচল
তোমার কাছেই পরাজিত ছিল তিমির।
তুমি থাকবে আমাদের মাঝেই
আমরা স্মরণ করবো তোমার মহানুভবতা।
তুমি থাকবে আকাশের ধ্রুব তারা হয়ে
আমরা ভুলবো না জিয়া তোমার নেতৃত্বের অটলতা।
আমরা স্মরণ করব—এই মহাপ্রাণ!
আমরা আবারও তাকাবো তোমার দিকে।
তুমি দেখাবে আমাদের পথ,
নির্দেশ দিবে পথপ্রদর্শক হয়ে।
হে জিয়া তুমি ফিরে এসে আবার;
পথ দেখাও নতুন করে।
নতুন বাংলাদেশ গড়বো মোরা;
তোমায় অনুসরণ করে।
আজকে তুমি নিয়েছো বিদায়
স্তব্ধ করে দিয়ে বিশ্ব,
তুমি ছিলে সততার আরেক নাম
তোমার বিদায়ে আজ সবে অশ্রুসিক্ত।
এই বিদায় অশ্রু দিয়ে নয়;
মোরা দিতে চাই গর্ব নিয়ে।
তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই,
হৃদয়ের অসীম ভালোবাসা দিয়ে।
বিদায় হে রাষ্ট্রনায়ক বেগম জিয়া,
মহাকালের যাত্রা শুভ হোক।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।