হাদি ও ইনসাফ
- অনিরুদ্ধ রনি

কত যুগ পেরিয়ে,
এক যুবক জন্মিলো,
এ দেশে।
নাম তার ছিলো ওসমান হাদি।
যে কিনা চেয়েছিলো,
ইনসাফ, সার্বভৌমত্ব,স্বাধীনতা,সত্যবাদিতা।
হায়েনার দলের তো ভালো লাগেনি তা।
দেশটি যে বাটপারে ভরা।
যারা আশা দেয় জনগণকে ইনসাফের।
কিন্তু ক্ষমতায় গেলে,
হয়ে যায় জুলুমবাজ।
আর তাইতো হাদি নামক যুবকটি,
হলো তাদের চোখের বিষ।
বাঁচতে দিলোনা হাদিকে,
ঘাতকের গু*লি প্রাণ নিলো,
আমাদের ভাই হাদির।
হাদি শহীদ হলো,
কিন্তু কি আশ্চর্য!
হাদি যে ডুকে গেছে,
গোটা দেশের জনগণের প্রাণে।
বিচার চাই হাদি ভাইয়ের খু*নিদের।
ইনসাফের এ ক্ষুধা,
আজ সবার প্রাণে।
বিচার চাই বিচার চাই।
এই কামনা বাসনা,
নওজোয়ান, শিশু,বৃদ্ধ সবার মনে।


০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।