ফাঁকি
- অনিরুদ্ধ রনি
ফাঁকি,,,
আর কতকাল কতবার
চোখে চোখ রেখে
নির্লজ্জ বেহায়ার মতো নিজেকে
নগ্ন করে উন্মুক্ত রাস্তায় পিরামিড হয়ে
মাথা উঁচু করে বলবে-
তোমরা সচ্ছ আয়নার মতো কাঁচ
তোমাদের চরিত্রে কোনো কালিমা নেই
তোমরা নি:স্বার্থ ভালোবাসার বেহায়া পিরামিড,,,,
ফাঁকি
আরও লক্ষ কোটি নির্লজ্জ হও তোমরা
তোমাদের বেহায়া ফাঁকির উন্মুক্ত পিরামিড
পর্বত ছাড়িয়ে বিধাতার আরশে গিয়ে ঠেকুক,,,
সচ্ছতার নি:স্বার্থ বিধাতা সেদিন জবাব দেবে-
নি:স্বার্থ ভালোবাসায় কোনো বেহায়াপনা থাকে না
থাকে না কোনো চোখের ফাঁকি।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।