শহীদ ওসমান হাদি
- অনিরুদ্ধ রনি
শহীদ ওসমান হাদি..
যে মুক্তির কেতন উড়িয়েছিলে তিমিরে।
তুমি এসেছিলে প্রদীপ্ত সূর্যের মতো প্রখর তেজে..
সিমান্তের শোষকের সিংহাসন কাঁপাতে রণসাজে..
তোমার রক্তে ছিল দুর্জয় সেই সত্য শপথের বহ্নিশিখা..
ইতিহাসের পাতায় যা অমর অক্ষয় এক অমরিকা..
হাতের মুঠোয় ধরেছিলে উত্তাল কালবৈশাখী ঝড়..
বুকের পাঁজরে বেঁধেছিলে মুক্ত মানুষের ঘর।
পরাধীনতার শিকল টুটেছিল তোমার নামের হুঙ্কারে,
তুমি তো সেই বীর, যে আলো আনে ঘোর অন্ধকারে।
মৃত্তিকার ঘ্রাণে মিশে আছে তোমার আত্মদানের ঘ্রাণ,
এই দিশেহারা জাতিকে শুনিয়েছো অবিনাশী সুর, বিদ্রোহের বজ্রকন্ঠ...
বাঙালির হৃদয়ে তুমি অবিনাশী ধ্রুবতারা, চির-ভাস্বর..
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।