শহিদ ওসমান হাদি
- যুবক অনার্য

গ্রীষ্মের দাবদাহে এক গ্লাস ঠান্ডা জল
হতে চেয়েছিলো সে
আষারে তুমুল বর্ষণে
মাথার উপরে একটি অদম্য ছাতা
হতে চেয়েছিলো সে
শরতে নদীনগ্নঘাসে সাদা সাদা কাশফুল
আকাশে পেঁজা তুলো মেঘ
হয়ে
ভাসতে চেয়েছিলো সে
হেমন্তে নবান্ন-উৎসব
ফসলের সোনালি রূপালি গান
হতে চেয়েছিলো সে
প্রচন্ড শীতের রাতে
খড়ের নাড়ায় এক টুকরো আগুন
হয়ে
জ্বলতে চেয়েছিলো সে
বসন্তে কোকিকের ঠোঁটে
স্বাধীনতার কুহু হয়ে বাজতে চেয়েছিলো সে

দাসত্বের মানচিত্রে লড়াইয়ের জায়নামাজ
হতে চেয়েছিলো সে


০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।