থুরথুরে পৃথিবী
- অনিরুদ্ধ রনি

২৫% ছাড়ে ভালোবাসা বিনিময় করা হয় বলে
শুনেছি;ওখানে না কি বিষাদের উঁচু দর!
লাঞ্ছনার অসীমতা ছাড়িয়ে সমুদ্রের কল্লোল
শোনা যায়। খাঁচার ভেতর নীল পাখির আর্তনাদ!

কিন্তু কিছুতেই কেউ শোনে না কখনো ...

হাঘরে
শুয়ে থাকা কবি
নির্জনতার গহনে
মৃত মানুষের ফসিল
খোঁজে - হয়ত পায়!
থুরথুরে বুড়ি পৃথিবী
কেবল মানুষের মৃত্যু উৎপাদন করে

মুখোশের মুখ হতে পারে না বের হতে
কথারও কথা থাকে
অদূরে ছায়া
বৃক্ষ তুমি
সহে
যাও

অনিরুদ্ধ রনি
০৩/০১/২২ইং
ঢাকা-১২০৫


০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।