মানুষের শত্রু মানুষ
- অনিরুদ্ধ রনি

থুরথুরে বুড়ি পৃথিবীর জঠরে
ঘটা করে এসেছে হাজারো প্রজাতি!
যৌবনে সোনালী আভা,শিশিরে ভেজা সবুজ ঘাস,
সতেজ লতাগুল্ম,ঝলমলে রোদে ফুল,
গহীন অরণ্য;ঋতু থেকে ঝরে পড়া দীর্ঘ দীর্ঘশ্বাস...

যখন ছিল পায়ের ছাপ,ফসিল
কিংবা দেয়ালে আঁকা অস্থি'র কারুকাজ
হয়ত আদিমতা থেকে অদূরে এসে
চোখে ভাসে আমার প্রাচীন মানবের ইতিকথা
ধনুকের তীর থেকে পারমানবিক বোমার যাত্রা
হিরোশিমার বধির শিশুটির নির্দোষ আকুতি
হয়ে আফগানিস্তান জ্বলে পুড়ে ছারখার।

মানুষের শত্রু মানুষ
থুরথুরে বুড়ি পৃথিবীর এবার যাবার বেলা এলো...

অনিরুদ্ধ রনি
০৩-০১-২০২২ইং
রাজধানী ঢাকা।


০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।