অপেক্ষায় ফুরিয়ে যাচ্ছি
- অনিরুদ্ধ রনি

ধূলিকণার মতো শুঁকিয়ে যাচ্ছে গোলাপের নির্জাস,
একটা অবাধ্য সকাল থেকে শুরু করে পরন্ত সন্ধ্যা ;
এই এতটুকু সময়ের মাঝেও যেন সব বিষাদ-অসহায়
একটা উঁচু গাছের নিচে দাঁড়িয়ে
একটা শুঁকনো পাতাকে ঝরে যেতে দেখেছেন কখনো? কতটা নির্মম এই ক্ষয়ে যাওয়া!

শুঁকিয়ে যাওয়া নদীর মতোই এখন বোধ-হয়! অথচ,
তোমায় নিয়ে বয়ে যেতাম এথায় সেথায় ; খড়ো শ্রোতে
গুঁড়িয়ে দিয়েছি কচুরিপানা খেয়ার বানে - পরে মনে?
ফুলের মতোই থেকেছি কত তোমার কাছে,
বুকের মাঝে, উরুতে মাথা গুঁজে, ঘুমিয়ে গেছি...
বোধহয় ভুল করেছি, বড্ড বেশি ভুল করেছি

যত্নে থাকা রত্নে যেমন ধূলি জমে খামখেয়ালী,
আমার ভীষণ একলা লাগে!
একটা নরম হাতের ছোঁয়া, বড্ড বেশি কাছে ডাকে
দীর্ঘশ্বাসে একজোড়া চোখে - ভীষণ রকম চোখে ভাসে
যখন ভীষণ একলা লাগে!
একটা মরমি খুব কাছে - মুচকি হাসে,

আবার কবে আসবে বলো? করবে যতন ফুলের মতো,
ভুলের খাতা ছিঁড়ে ফেলে, ধরবে হাত ভালোবাসি বলে
তুমি হীনা যাচ্ছি ক্ষয়ে, মাটির সাথে মিশছি ক্রমে
আর কতকাল থাকবো এমন, অপেক্ষারাও ক্লান্ত এখন
কাছে এসে ভালোবেসো ভীষণরকম ভালোবেসো
ভালোবেসো, ভালোবেসো, কেবল শুধু ভালোইবেসো

একলা একা ক্ষয়ে যাচ্ছি, শুঁকিয়ে যাচ্ছি ফুলের মতো,
ভুলের মতো দূরে দূরে আর কতকাল থাকবো একা,
তুমিহীনা ফুরিয়ে যাচ্ছি, বুড়িয়ে যাচ্ছি দিনকে দিনে,
একটু নাহয় জলদি এসো, অপেক্ষারা ধৈর্য্য হারা
তুমিহীনা নিরুপায় সব - নির্জনতা জেঁকে বসে
তুমি নাহয় চলেই এসো তাড়াহুড়ো - অস্থিরতায়
ক্লন্ত মুখে সামনে এসে জড়িয়ে ধরে ভালোবেসো
একটু আমায় ভালোবেসো জলদি এসো ;
ভালোবেসো, ভালোবেসো, কেবল শুধু ভালোইবেসো

অনিরুদ্ধ রনি
২৪
#অনিরুদ্ধ_রনি #Aunirudh_Roney #aunirudh #Roney #অনিরুদ্ধ #রনি #কবিতা #কবি #গল্প #আবৃত্তি #Kobita #kobi #writer #poem #poet #poetry #life #Bangladesh #banglaliterature #poemlover #writerbd #বাংলা_সাহিত্য #quotes #quoteoftheday


০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।