দূরত্ব বিশ্লেষণ
- অনিরুদ্ধ রনি
গানটির লাইন ছিলো : দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায় কোনো এক আকাশ শুধু, তোকে পেতে চায়।????
এই কথাগুলোতে এক অসম্ভব টান আর আকাঙ্ক্ষার অনুভূতি লুকিয়ে আছে। যেন সমস্ত সীমারেখা ভেঙে, সমস্ত বাধা পেরিয়ে, একটা আকাশ নিজের ভালোবাসার মানুষটিকে ছুঁতে চায়।
এটা এমন এক ভালোবাসা, যা ধ্বংসের মধ্যেও সৃষ্টি খুঁজে পায়, যা সীমাহীন হলেও গভীর। এমন অনুভূতি হয়তো একতরফা, হয়তো অপর পক্ষকে জানা নেই, তবুও হৃদয় তার নিজস্ব পথেই এগিয়ে চলে।
এই আকাঙ্ক্ষার গভীরতা বলছে, ভালোবাসা সবসময় পেতে হবে না, কখনো কখনো তা কেবল অনুভব করাই যথেষ্ট। ????
- অনিরুদ্ধ রনি - ২৫
০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।