বারান্দা ও ফুল
- অনিরুদ্ধ রনি

আমি এক পুরনো বারান্দা,
ঝুলে আছি সময়ের পিঠে।
রং চটে গেছে, কিন্তু মনে লেগে আছে
অগণিত প্রতীক্ষার স্মৃতি।

তুমি সেই রঙিন ফুল,
যে প্রতিদিন ঝরে পড়ে আলোর ছোঁয়ায়।
তোমার সুবাসে ভরে যায় আমার ক্লান্ত শরীর,
তোমার রঙে জেগে ওঠে মনের গহীন কোণ।

যতবার বাতাস তোমাকে ছুঁয়ে যায়,
আমি যেন নীরবে ঈর্ষান্বিত হই।
তোমার পাপড়ির নরম ছোঁয়া
আমার ভাঙা গাঁথুনির স্বপ্ন হয়ে থাকে।

যদি তুমি জানতে,
তোমার জন্য এই বারান্দাই আশ্রয়,
তোমার রোদ্দুর-ভেজা রূপে
আমার পুরনোত্ব নতুন করে জন্ম নেয়।

তুমি ফুটে থেকো আমার বুকের জমিনে,
তোমার জন্যই বারান্দা হয়ে বেঁচে থাকা—
আমার একমাত্র প্রেম।

- অনিরুদ্ধ রনি ২৪
#অনিরুদ্ধ_রনি #Aunirudh_Roney #aunirudh #Roney #অনিরুদ্ধ #রনি #কবিতা #কবি #গল্প #আবৃত্তি #Kobita #kobi #writer #poem #poet #poetry #life #Bangladesh #banglaliterature #poemlover #writerbd #বাংলা_সাহিত্য #quotes #quoteoftheday


০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।