গুড়ের বাংলা
- অনিরুদ্ধ রনি

আহা, শীতের খেজুর
যা থেকে হয় গুড়।
এ গুড় হয় দুই বাংলায়,
এছাড়া পাবে না দুনিয়ায়।

খেজুর গুড়ের পিঠা,
খেতে বড় মিঠা।
শীতের রোদে বসে,
পিঠে গুড়ের রসে,
মনের খুশিতে খাও জমিয়ে,
আনন্দে মন যাবে হারিয়ে।

পিঠের নানা রকম,
যেমন পায়রার বক্ বকম।
পাটিসাপটা, দুধের পুলি,
ঠিক যেন শিশুর বুলি।
যদি খাও
খেজুর গুড়ের পরমান্ন,
করবে গুড়ের ধন্য ধন্য।

থাকুক বেঁচে গুড়ের বাংলা,
বাকি দুনিয়া হোক হ্যাংলা।

অনিরুদ্ধ রনি ২২
কাঁঠাল বাগান।। ঢাকা-১২০৫


০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।