ধুলোবালি স্নান
- অনিরুদ্ধ রনি
ভালোবাসার আমি কি জানি?
তুমি জানো তুমি বলো
সারাদিন উর্বর হয়ে থাকে রোদ
কে দেয় আলপনা গাছে গাছে
তুমি জানো তুমি বলো
বারোমাস কি করে খুশি?
অবগাহন রক্তে হৃদয় সাঁতরে
এত জল!
খুঁজে খুঁজে যত ডুবি জলের কাছেই ঠাঁই
পিপাসা তোমার তুমি ভালোবাসা খাও...
তালাচাবি দরজা ভিতর থেকে কি দেখে মানুষ?
আমি কেবল দেখি শূন্যের পথে প্রজাপতি ওড়ে এক
তুমি জানো?
শরীরে সঞ্চারিত নিদ্রামগ্ন মধ্যরাত জাগায় কত?
আগুন...আগুন...
ফোটেও তাতে নির্মোহ ধুলোবালি স্নান...
ঝর্ণা-তলায় দাঁড়িয়ে স্নানের অতল তুমি কি দেখেছ?
কোনোদিন
❑
|| অনিরুদ্ধ রনি ২৫
০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।