অন্যসময়
- অনিরুদ্ধ রনি
আমি চাইনা এই হৃদয়ের আর্তনাদ তুমি কখনো বুঝ!
আমি চাইনা খুঁজতে চাও কখনো;
কতশত ক্ষত বিধে আছে এই বুকে।
যদি বুঝতে চাও হৃদয়ের আর্তনাদ তবে নির্ঘূমে কাটাতে হবে অজস্র রাত!
যদি খুঁজতে যাও হৃদয়ে বিধে থাকা ক্ষত গত হবে সহস্র কালের সমাধিতে -
আমি এইরকম প্রতিকূলতা অতিক্রম করে তোমার হাত ধরে বেঁচে আছি।
এখন শুধু বেঁচে আছি - তোমার মুখে হাসি ফোটাবো বলে।
- অনিরুদ্ধ রনি ২৪
০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।