নিমগ্নতা
- অনিরুদ্ধ রনি
তোমার রূহের ভেতর যে আশ্চর্য নিমফুলের গন্ধ,
তাকে ছুঁয়ে পরজন্মের কুয়াশায় অন্ধ কাক হয়ে
যতদূর উড়ে যাওয়া..
উজান
অস্থিরতা
সন্ধি..
অথবা,
পারস্য আতরের শিশি খোলা গাঢ় ভোর হবো।
শব্দ লেগে রবে ঠোঁটের ফাঁকে-
উদার হবে সমস্ত জন্মপথ, জলডাঙার জ্যোৎস্না শরীর।
তোমার চোখের গভীরে যে আর্দ্র ঘোর,
সমস্ত ধ্যান,
জ্ঞান
কাতরতা
নিমগ্ন শাখা...
তাকে ছুঁয়ে তোমার ফিরে যাওয়া সব পথে-পাঁজরে
একা কুহকীনি হয়ে যাবে এইসব অসীম অন্ধকার।
নিশি পাওয়া শহরের সোডিয়াম বাতির নগ্নতা
অথবা,
মগ্নতায় নুয়ে থাকা জলের আধার হবো তোমাতেই - আগুনের শরীরে,
হে প্রেম আমার..
তুমি,
নিয়ম তাচ্ছিল্য করা মধ্যরাত্রির ইবাদত!
| অনিরুদ্ধ রনি ২২
০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।