নিয়ম অনিয়ম
- অনিরুদ্ধ রনি

''মানুষ ততদিন নতুন কোনো নিয়ম প্রবর্তন করবে না,
যতদিন না পুরাতনের প্রতি তার বিশ্বাস ভেঙে যায়।''

প্রচণ্ড নিঃসঙ্গতায়,
ধীরে ধীরে প্রচলিত নীতি নৈতিকতা এবং সত্যের প্রতি বিমুখতা,অসীম হতাশা,সবকিছু অর্থহীন হয়ে পড়ার মাঝে নতুনের আভাস পাওয়া যায়।
কেবল আভাস নয় পুরাতনের ইতি এবং নতুন আলোড়নের স্পর্শ মেলে।
মানুষের জীবন হয়ে গেছে পশুপাখির মতো।
বিবেকের তাড়না মৃত।
এর থেকে উত্তরণের উপায় প্রকৃতির কাছে ন্যুব্জ হওয়া,জানা,বোঝা,গ্রহণ করা...
তৃতীয় কোনো স্পন্দন,শক্তি অনুসন্ধান করা।
ভাগ্য বলে কিছু নেই -
কাজের প্রতি অবহেলা,দায়িত্ববোধের দরিদ্রতা,সময়জ্ঞান না থাকা,যত্নবান না হওয়া অবদমনের হেতু।
আমি কে?
কেন আমার অস্তিত্ব জীবিত?
এর উদ্দেশ্য কী ?
তবেই সার্থকতার প্রাণ চিরঞ্জীব।
মোহাচ্ছন্ন পৃথিবীর চলমান প্রবাহ কেবল জড়ের...

অনিরুদ্ধ রনি
০৪/০১/২২ইং
কুমিল্লা, বাংলাদেশ।


০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।