সজনী
- অনিরুদ্ধ রনি
কতো পথ আছে পথের সঙ্গে মিশে
কতো মত আছে মতামতের উর্ধ
কতো স্বরলীপি গায়কি হয়না কন্ঠে
কতো কথা থাকে জমাট অনিরুদ্ধ
তবু কিংশুক লালিত হোক বক্ষে
দেহাতী মনে চঞ্চল বিভাবরী
কতো আবেগ অনুভূত কম্পন
প্রহরগুলি গুণিতক গুণে কোজাগরী
জীবন তবু চাষবাস করে যামিনী
হৃদয় থেকে হৃৎ কুশলীব রজনী
তোমাকে নিয়ে আর খুঁজিনা ছায়পথ
দ্রাবিড় সভ্য কুহক ভাঙতে সজনী
অনিরুদ্ধ রনি
১৮/১২/২৫
০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।