ওরাই আপন
- অনিরুদ্ধ রনি

আমার তানপুরাটার ছিঁড়ে গেছে তার
রয়ে গেছে তার সুর
আমার হারমোনিয়ম বেসুরে যে গায়
সে যে দূর বহুদূর।

আমার বেহালার সুর কত কথা বলে
তবলার প্রতি টান,,
আমার হারিয়ে গিয়েছে বাউল বাতাসে
না-গাওয়া কত গান!

আমার আড় বাঁশি টার ফুটো গুলো যত
খেয়ে গেছে সব ঘুণে
আমার সেতারের চাবি মরচে ধরেছে
অভাব ঘটেছে গুণে।

আমার ক্লেরিওনেটের স্প্রিং গুলো কেন
করে দিল হরতাল
আমার জীবনের সাথী গা'বে কি প্রভাতী
ভাবি বসে আজকাল!

আমার সজল নয়নে নিয়ন বাতিরা
বলে যেন কার কথা
আমার একান্ত আপন ওরাই ক'জন
ঘুচাবে বুকের ব্যথা!

| অনিরুদ্ধ রনি ২২


০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।