দেখা অদেখা
- অনিরুদ্ধ রনি
আগুনে তুমি পোড়ো,
আমিও পুড়ে ছাই...
তোমাকে দেখছে সবাই...
আমার অস্তিত্ব কোথাও নাই।
জলে তুমি ভেঁজো,
আমি অতলে ডুবে যাই...
ভেঁজা তোমায় নিয়ে সবার শোক,
আমায় কেউ দেখে নাই।
তবুও,
বাতাস আসে,
তোমারই দুঃখ ভাসে...।
দুঃখের আগুন জল,
থাকে, সে বাতাসে...
আমারই বিলীন নিঃশ্বাসে।
০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।