স্বপ্নের খেয়ায় তুমি
- মোঃ নাসির উদ্দীন

বাস্তবের এই ব্যস্ত ভিড়ে, হয় না তোমায় দেখা,
মনের কোণে জমিয়ে রাখি, হাজারো কথা লেখা।
দিনের আলোয় দূরত্বটা বাড়ায় হাহাকার,
নিঝুম রাতে তোমার নামে খোলে বন্ধ দ্বার।

যেই টুকু পথ হাঁটতে গিয়ে ফুরিয়ে যায় বেলা,
স্বপ্নে তুমি আসো ঠিকই—এক নতুন রূপের মেলা।
আঁখির পাতায় কাজল হয়ে আলতো ছোঁয়া দাও,
অচিন দেশের জাদুকরী সব গল্প শুনিয়ে যাও।

চোখ মেললেই রোদ হাসে, তুমি হারিয়ে যাও দূরে,
মনটা তবুও আচ্ছন্ন রয় তোমার গানের সুরে।
দেখা হওয়ার এই প্রতীক্ষাই প্রেমের আসল নাম,
স্বপ্নে এসো রোজ রাতে, তবে কেন করলে দুর্নাম।


০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।