আমার পাশে একটু বসবেন
- অনিরুদ্ধ রনি
শুনো না....
মাইগ্রেনের ব্যথায় বড্ড পাগল হয়ে যাচ্ছি আমি!
একটু আসবে?
এসে না হয় চলে যেও, আমি পথ আঁটকে রাখবো না।
শুধু এসে আমার মাথায় হাত বুলিয়ে যাবে একটু?
যন্ত্রণায় কেমন ছটফট করছি দেখো!
অন্ধকার রুমে একা একা শুধু তোমার হাতের কোমল ছোঁয়া ভীষণ মিস করছি, জানো তো?
জ্বরে গা টা কেমন পুড়ে যাচ্ছে, দেখো!
আমি তোমায় থেকে যেতে বলবো না, শুধু আমার পাশে এসে কিছুক্ষণ বসে থাকো।
তুমি কি আসবে?
থেকে থেকে মাথাটা কেমন যন্ত্রণায় ভার হয়ে যাচ্ছে, দেখো।
আমার পাশে এসে বসবে একটু? তোমার কোলে মাথা রেখে দুচোখ বন্ধ করে গভীর নিদ্রায় যেতে চাই।
তুমি আসবে না? সত্যিই আর আসবে না?
এসে আলিঙ্গন না দাও, এ ঠোঁটে চুমু না খাও, অন্তত কাছে এসে বসবে তো একটুখানি।
তোমায় আর নিজের করে চাইবো না, বিশ্বাস করো।
শুধু এসে আমার কপালে হাত রেখে, এ যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও।
০৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।