অটুট ভালোবাসা
- অনিরুদ্ধ রনি
আমি যে ছয়তলা বাড়িটিতে ভাড়া থাকি,
সেই ছয়তলা বাড়ির একটিমাত্র বারান্দা,
দক্ষিণের বারান্দা, পূবালী বাতাস, উত্তরমুখী
এসবের কিছুই নেই এই বারান্দায়,
একটিমাত্র পশ্চিমমুখী জানালার গ্রিল
এঁটো হয়ে বসা যায় ফ্লোরে - নাহয়
সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতোই,
এই পশ্চিমমুখী অন্ধকার জানালার
বিপরীতে আরেকটি পুরনো বাড়ী ;
পরিত্যক্ত এই বাড়িটি রহস্যে ঘেরা,
শহরের সকল নির্জনতা যেনো -
এই একটি বারান্দায় জড়োসড়ো হয়ে
বসে থাকে শীতের চাদর মুড়িয়ে!
দিনের আলো ফুরিয়ে এলে-ই
আমি সেই বারান্দাটায় বসি,
বলতে ইচ্ছে প্রকাশ করি ; হায় ঈশ্বর
আমার প্রিয়তমা যদি হতো এ নির্জনতা
আমি হতাম তার এ বারান্দা
ভালোবাসারও ইচ্ছে প্রকাশ করতো
ইশ্ যদি এখানেই আজীবন থাকতে পারতাম
তবে ভালোবাসাট অটুট থাকতো।
| অনিরুদ্ধ রনি
২৬
০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।